ক্যানসারে আক্রান্ত শিল্পীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে আবেদন সোশ্যাল মিডিয়ায়। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধায়ক।
Bengal Live রায়গঞ্জঃ ক্যানসারে আক্রান্ত রায়গঞ্জের সঙ্গীত শিল্পী সুবীর সাহার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। শুক্রবার শিল্পীর পরিজনদের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দিলেন বিধায়ক। প্রয়োজনে আগামীতে ফের সাহ্যায্য করবেন বলে আশ্বাস দিলেন তিনি।
চলতি মাসের শুরুতে আচমকাই পেট ব্যাথা নিয়ে রায়গঞ্জের একটি নার্সিং হোমে ভর্তি হন সুবীর সাহা। এরপর সেখান থেকে শিলিগুড়ি, পরে হায়দরাবাদে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা গেছে, সেখানে যাওয়ার পর দিন সাতেক আগে সুবীরের ক্যানসারে আক্রান্ত হওয়ার রিপোর্ট সামনে আসে। এদিকে দুই সন্তান, স্ত্রী, বাবা ও মা-কে নিয়ে ছয়জনের সংসারে একমাত্র রোজগেরে সুবীর নিজে।
জানা গেছে, চিকিৎসার জন্য জমানো সঞ্চয় প্রায় শেষ। এমতবস্থায় হায়দরাবাদ থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে শিল্পীকে। অর্থের অভাবে পরবর্তী চিকিৎসা কলকাতায় রেখেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুবীরের পরিবারের পক্ষ থেকে।তবে চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, তা জোগার হবে কী করে? এখন সেই চিন্তাতেই রয়েছেন সুবীরের পরিবার৷ এদিকে শিল্পীর পরবর্তী চিকিৎসার জন্য শহরবাসীর কাছে সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন সুবীরের পরিচিতরা।
এই বিষয়ে বানীপ্রিয় দাস বলেন, সুবীরের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানার পর থেকেই অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিধায়কের কাছে আমরা সাহায্যের আবেদন করেছিলাম। তিনি আজ ৫০ হাজার টাকা আমাদের হাতে তুলে দিয়েছেন। সকলের সাহায্য নিয়ে আমরা আমাদের প্রিয় বন্ধুকে সুস্থ করে রায়গঞ্জে ফিরিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা করছি।
বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, সুবীর ক্যানসারে আক্রান্ত। অর্থনৈতিক সংকটে রয়েছে ওঁর পরিবার। আমাদের নৈতিক দায়িত্ব, সুবীরের পাশে দাঁড়ানো। শহরের সকল স্তরের মানুষকে নিজেদের সাধ্যমতো সুবীরের চিকিৎসার জন্য অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি।
Bank Details :
SUBIR KUMAR SAHA
Account no-33010721459
SBI, Raiganj Branch
IFSC -SBIN0000162
UPI:
G-Pay
Priya Sarkar (spouse)
Number – 8759645913