রায়গঞ্জ

প্রয়াত সঙ্গীতশিল্পী সুবীর সাহা

অকাল প্রয়াণ।  ক্যানসার কেড়ে নিল তরতাজা একটা প্রাণ। 

 

Bengal Live রায়গঞ্জঃ বহু চেষ্টা করেও হলো না শেষ রক্ষা। চিরবিদায় জানালেন রায়গঞ্জের সঙ্গীত শিল্পী সুবীর সাহা। সোমবার ভোর রাতে হায়দরাবাদে তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিমানে হায়দরাবাদ থেকে শিল্পীর নিথর দেহ আনা হচ্ছে রায়গঞ্জে। বাগডোগরা বিমান বন্দর থেকে এদিন রাতেই শিল্পীর দেহ পৌঁছবে শহরে৷ রায়গঞ্জ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিরুদ্ধ সাহা জানিয়েছেন, বন্দর শ্মশানে সম্পন্ন হবে শিল্পীর শেষকৃত্য৷

ক্যানসারে আক্রান্ত হয়ে দিনকয়েক ধরেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন রায়গঞ্জ রকার্স বাংলা ব্যান্ডের অন্যতম সদস্য সুবীর সাহা৷ চলতি মাসেই দেবীনগরের বাসিন্দা সুবীর সাহার পাকস্থলীতে ক্যানসার ধরা পড়ে। বিপুল পরিমাণ চিকিৎসার খরচ জোগার করতে হিমসিম অবস্থা হয় পরিবারের। এরপরেই কার্যত ঝাঁপিয়ে পড়েন সুবীরের শুভাকাঙ্ক্ষী ও বন্ধুরা। সোশ্যাল মিডিয়ায় সুবীরের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান সকলে। রায়গঞ্জের বিধায়ক, রায়গঞ্জ থানা থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, ইঞ্জিনিয়ার্স ক্লাব সহ অগুনতি সাধারণ মানুষ সাহায্যের হাত বাড়িয়েদেন। শিল্পীর সুস্থতা কামনা করেন শহরের আট থেকে আশি। তবে শেষ রক্ষা হলো না। দুই সন্তান, স্ত্রী, মা, বাবাকে ফেলে চিরবিদায় নিলেন সদাহাস্যজ্বল সুবীর সাহা। শিল্পীর অকাল প্রয়াণে শোকের ছায়া শহরজুড়ে।

Back to top button