রায়গঞ্জ

পরীক্ষা ও ভর্তি ফী কমানোর দাবিতে আন্দোলন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

অভিযোগ, মৌখিক আশ্বাস দিলেও ভর্তি ফী কমানো হয়নি। ফলে এবার লিখিত আশ্বাস না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন পড়ুয়ারা।

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ভর্তি ও পরীক্ষার ফী কমানোর দাবিতে আন্দোলনে নামল পড়ুয়ারা৷ বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হন পড়ুয়ারা। আন্দোলনকারীদের অভিযোগ, এর আগেও এই বিষয়ে আন্দোলন করা হয়েছিল। মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে৷ তবে তারপরেও ফী কমানো হয়নি। তাই লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা৷

আন্দোলনকারীদের অভিযোগ, ‘করোনার জন্য একবছর বিশ্ববিদ্যালয় বন্ধ ছিলো। এর আগেও আন্দোলন করা হয়েছিল। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মৌখিক ভাবে ফী অর্ধেক করে দেবে বলে আশ্বাস দেয়। বিপিএল দের জন্য ৫০% ও এপিএল দের জন্য ৩০% কমানো হবে বলে জানানো হয়েছিল। কিন্তু ইউনিভার্সিটি তা করেনি। এবার লিখিত নোটিশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি পড়ুয়াদের।

Related News

Back to top button