কাটমানি নিয়ে বিধানসভায় সরব হব- হুঁশিয়ারি বিধায়ক মোহিত সেনগুপ্তের

কাটমানি ইস্যুতে বিধানসভায় সরব হওয়ার হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত।

Bengal Live রায়গঞ্জঃ জেলা জুড়ে কাটমানি নিয়ে আন্দোলনে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। কাটমানি ইস্যু নিয়ে বুধবার জেলার অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) রীনা যোশীর কাছে স্মারকলিপি জমা দেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। মোহিত বাবুর সাথে এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ, পঞ্চায়েত সমিতির সদস্যা নার্গিস খাতুন সহ অন্যান্যরা।

কয়েকদিন আগেই জেলা কংগ্রেস কমিটির বৈঠকে কাটমানি নিয়ে আন্দোলনে নামার কথা ঘোষণা করে জেলা কংগ্রেস। রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের নেতৃত্বে জেলা জুড়ে স্মারকলিপি প্রদান, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার কথা জানানো হয়।

এদিন অতিরিক্ত জেলা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করার পর মোহিত বাবু অভিযোগ করে বলেন, সারা রাজ্য জুড়েই শাসক দলের নেতা কর্মীরা আর্থিক তছরুপের সাথে জড়িত। উত্তর দিনাজপুর জেলাও কাটমানি ইস্যুতে পিছিয়ে নেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পঞ্চায়েত, জেলা পরিষদ,পুরসভা সহ সমস্ত রকমের সরকারি অফিসে কাটমানি নেওয়া হচ্ছে। বিন্দোল গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ এনে সরব হয়েছেন গ্রামবাসীরা। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়নি। আমাদের মনে হয়েছে, জেলা প্রশাসনের মদত রয়েছে এই ঘটনার সাথে। এই ঘটনা জেলাজুড়েই চলছে।

মোহিত বাবুর আরও অভিযোগ, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকও ছাত্র ভর্তি, ঠিকাদারী, চাকরির নামে বেআইনি ভাবে টাকা নিয়েছে। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বিরুদ্ধেও কাটমানি নেওয়ার অভিযোগে সরব হয়েছেন বিধায়ক। রায়গঞ্জ পুরসভার সকল কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেছেন মোহিত বাবু।

মোহিত সেনগুপ্ত বলেন, “এই সকল বিষয়কে প্রশাসনের সামনে আমরা তুলে ধরেছি। স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ১১তারিখের মধ্যে এই দুর্নীতির বিহিত না হলে বিধানসভায় এই নিয়ে সরব হব।”

Exit mobile version