কালিয়াগঞ্জে কৃষি সমবায়ের অফিস ও গোডাউনের শিলান্যাস করলেন বিধায়ক
শিলান্যাসের মাধ্যমে কৃষি উন্নয়ন সংস্থার অফিস ও গোডাউন নির্মাণ কাজের সূচনা কালিয়াগঞ্জে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া সমিতির সদস্যদের মধ্যে।
Bengal Live কালিয়াগঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের জিনগাঁও সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব অফিস ও গোডাউনের শিলান্যাস হল রবিবার। এদিন এই নির্মান কাজের সূচনা করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ। কালিয়াগঞ্জের মালগাঁ পঞ্চায়েতের অন্তর্গত সাহেবঘাটায় সমিতির নিজস্ব জমির উপর এই নির্মান করা হবে।
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পাইয়োনিয়ার এগ্রো কো-অপারেটিভ সোসাইটির সভাপতি অসীম ঘোষ, রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের ডিরেক্টর তথা বিশিষ্ট সমবায়ী তপন দেবশর্মা প্রমুখ।
জিনগাঁও সমবায় কৃষি উন্নয়ন সমিতি বহুদিনের পুরোনো সমিতি হলেও এর নিজস্ব কোনো অফিস বা ঘর কোনোটাই ছিল না। বিধায়ক তপন দেব সিংহ জানিয়েছেন, রায়গঞ্জ সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক এর অধীনে রয়েছে এই সমিতি। পরিচালন সমিতির প্রচেষ্টায় এবং ব্যাঙ্কের নমিনেটেড ডিরেক্টরের সহযোগিতায় সমিতির অফিসঘর ও গোডাউন নির্মাণের জন্য প্রায় ১৮ লাখ টাকা সরকারি অনুমোদন মিলেছে।