প্রয়াত বিমল পাঠক, বন্ধু বিয়োগে মর্মাহত ইটাহারের বিধায়ক

দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন আইএনটিটিইউসি-র পরিবহন শ্রমিক সংগঠনের ইটাহার ব্লক সভাপতি বিমল পাঠক। বন্ধুর মৃত্যুতে স্মৃতিমেদুর হলেন শোকস্তব্ধ বিধায়ক অমল আচার্য।
Bengal Live রায়গঞ্জঃ প্রয়াত হলেন তৃণমূলের পরিবহন শ্রমিক সংগঠনের ইটাহার ব্লক সভাপতি বিমল পাঠক। মঙ্গলবার সন্ধ্যায় মালদার একটি নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। এক সপ্তাহ আগে বেশি অসুস্থ হয়ে পড়ায় মালদার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় বিমলবাবুকে। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয় মঙ্গলবার।
ইটাহারের বিধায়ক অমল আচার্যর খুব কাছের বন্ধু ছিলেন বিমল পাঠক। অমলবাবুর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সঙ্গে বিমল পাঠকের যোগাযোগ দীর্ঘদিনের। ইটাহারের উল্কা ক্লাবের অন্যতম কর্ণধারও ছিলেন বিমলবাবু। বন্ধুর বিয়োগে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ বিধায়ক অমল আচার্য। যদিও বিধানসভার অধিবেশনের কারণে অমলবাবু কলকাতা চলে যাওয়ায় বন্ধুর অন্তিম যাত্রায় থাকতে পারলেন না তিনি। বন্ধুর স্মৃতিচারণ করে উদ্বেলিত বিধায়ক বলেন, “বিমল চলে যাওয়াতে আমি শুধু রাজনৈতিক জীবনে নয়, ব্যক্তিগত জীবনেও অভিন্নহৃদয় বন্ধুকে হারালাম। ওর জন্য আমার শোক ভাষায় প্রকাশ করতে পারবো না। জীবনের দীর্ঘ একটা পথ বিমল আমার সঙ্গে হেঁটেছে। বাল্যকাল থেকেই আমাদের বন্ধুত্ব। পরবর্তীতে উল্কা ক্লাবের সমস্ত কর্মকাণ্ড থেকে শুরু করে আমার রাজনৈতিক জীবন এবং সামাজিক জীবনের নানান উত্থান-পতনের সাক্ষী ছিল বিমল। শেষ দিনটাতেই শুধু ওর সঙ্গে দেখা হল না।”
বুধবার শেষবারের মতো ক্লাবে এলেন বিমল পাঠক। তাঁর নশ্বর দেহ কিছুক্ষণের জন্য রাখা হয় উল্কা ক্লাব প্রাঙ্গনে ও ইটাহার বাস স্ট্যাণ্ড চত্বরে। ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান তৃণমূলের ইটাহার ব্লক সভাপতি অমিত গাঙ্গুলি, ব্লক আইএনটিটিইউসি নেতা মেহেবুব আলম, টিএমসিপি নেতা ইন্দ্রনীল আচার্য, সোনাবুল হক, ব্লক যুব তৃণমূল সভাপতি অশোক দাস, ইটাহার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা পম্পা চৌধুরী সহ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।