রাজনৈতিক সমীকরণ ক্রমশ বদলাচ্ছে উত্তর দিনাজপুরে৷ জেলার নয় আসনের মধ্যে পাঁচ থেকে ছয়টিতে প্রার্থী দিতে পারে মিম।
Bengal Live রায়গঞ্জঃ আসাদউদ্দিন ওয়াইসির সবুজ সংকেত মিললেই উত্তর দিনাজপুর জেলায় প্রার্থী দেবে মিম। শনিবার বৈঠকের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে মিমের উত্তর দিনাজপুর জেলা কমিটি সূত্রে জানা গেছে৷ কোন কোন বিধানসভায় প্রার্থী দেওয়ার সম্ভাবনা? মিম সূত্রে জানা গেছে, চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, ইটাহারে প্রার্থী দাঁড় করানোর কথা ভাবছে সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন।
বিক্ষুব্ধ বিজেপি নেতার চাঞ্চল্যকর মন্তব্য, রাজ্যে ১৭০ আসনে নির্দল প্রার্থী
শুক্রবার থেকে শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার নয় আসনে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এদিন এসইউসিআই-দলের প্রার্থীরা জমা দিয়েছেন তাঁদের মনোনয়ন পত্র। এদিকে আগামী ৩১ মার্চ সংযুক্ত মোর্চার প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা রয়েছে। তবে এরই মাঝে জল্পনা বাড়িয়ে জেলার পাঁচ থেকে ছয়টি আসনে প্রার্থী দাঁড় করানোর কথা জানালেন মিম নেতা মুজিবর রহমান।
আধুনিক জীবনযাত্রা থেকে বঞ্চিত বালুরঘাটের মানুষ! দাবি অশোক লাহিড়ীর
এদিন মুজিবর রহমান জানান, উত্তর দিনাজপুর জেলার পাঁচ থেকে ছয়টি আসনে লড়াই করতে পারেন তাঁরা। আগামী কাল শনিবার রাজ্যে আসবেন দলের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। মুর্শিদাবাদে সভা রয়েছে তাঁর। সেখানেই সভাপতির সাথে বৈঠক করে প্রার্থী তালিকা চুড়ান্ত করা হবে। মুজিবর রহমানের দাবি, চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, ইটাহার, চাকুলিয়ায় প্রার্থী দেওয়ার কথা ভাবছেন তাঁরা। তবে সবটাই চুড়ান্ত হবে সভাপতির সাথে বৈঠকের পর। যেই বিধানসভায় দলীয় প্রার্থী থাকবেনা সেই এলাকায় কোন দলের প্রার্থীকে সমর্থন দেবে দল তাও ঠিক হবে শনিবারের বৈঠকের পরেই।