পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু রায়গঞ্জে

পরিবারের দাবি, ভিন রাজ্য থেকে ফেরার পর রোজগারের বন্দোবস্ত না হওয়ায় মানসিক অবসাদে ছিলেন পরিযায়ী শ্রমিক মজরুল শেখ।
Bengal Live রায়গঞ্জঃ এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রায়গঞ্জের কুমারজোল এলাকা থেকে৷ বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মৃত ব্যক্তির নাম মজরুল শেখ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ওই গ্রামে। এদিন সকালে মজরুলের ঝুলন্ত দেহ দেখেন পরিজনেরা৷ এরপর রায়গঞ্জ থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিজনদের দাবি, মুম্বাইতে শ্রমিকের কাজ করতেন মজরুল। সেখান থেকে ফেরার পর রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন মজরুল।
বাংলা বাঁচানোর ডাক এবিভিপির, তৈরি আন্দোলনের রূপরেখা
মজরুল শেখের ভাই রেজাউল হক বলেন, মুম্বাইতে শ্রমিকের কাজ করতেন মজরুল। করোনার জেরে ওখান থেকে বাড়ি ফিরে আসেন তিনি। জমানো অর্থ দিয়ে কিছুদিন সংসার চালান। নতুন করে রোজগারের কোনও পথ খুঁজে না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। আমাদের ধারণা, সেই কারণেই আত্মঘাতী হয়েছেন দাদা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।