রায়গঞ্জ

কাঞ্চন নদীতে তলিয়ে মৃত্যু এই ব্যক্তির

কাঞ্চন নদীতে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

Bengal Live রায়গঞ্জঃ কাঞ্চন নদীতে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মহারাজা গ্রামে কাঞ্চন নদীতে। স্থানীয় বাসিন্দারা নদীতে মাছ ধরার জাল ফেলে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম রবীন সিংহ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের নাজিরপুর গ্রামের এক ব্যক্তির মৃতদেহ দাহ করতে মহারাজা কাঞ্চন নদীর ধারে শ্মশানে অন্যান্যদের সাথে এসেছিলেন ওই গ্রামেরই বাসিন্দা রবীন সিংহ। শবদাহ শেষ হয়ে যাওয়ার পর কাঞ্চন নদীতে স্নান করতে নামেন রবীন বাবু।

কিছুক্ষণের মধ্যেই নদীর জলে তলিয়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা এবং তাঁর সঙ্গীরা তাঁকে উদ্ধারে নেমে পড়েন। শুরু হয় মাছ ধরার জাল দিয়ে তল্লাশি। খানিক বাদে জালে উঠে আসে রবীন সিংহের নিথর দেহ। ইতিমধ্যেই ঘটনাস্থলে চলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Related News

Back to top button