রান্নার গ্যাসের চড়া দাম, রায়গঞ্জের রাস্তায় উনুন জ্বালিয়ে প্রতিবাদ বাড়ির মহিলাদের
দাম বাড়ছে গ্যাস সিলিন্ডারের। কমছে ভর্তুকির পরিমাণ। প্রতিবাদে রাস্তায় উনুন জ্বালিয়ে মহিলা তৃণমূলের বিক্ষোভ। প্রশ্ন, কেন্দ্রের উজালা গ্যাস প্রকল্প?
Bengal Live রায়গঞ্জঃ রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় উনুন জ্বালিয়ে তৃণমূলের অভিনব বিক্ষোভ। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার রায়গঞ্জ ব্লকের মহারাজাতে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। মহিলা তৃণমূল কংগ্রেস সহ সভানেত্রী পম্পা সরকার ছাড়াও গ্রামের অসংখ্য মহিলা এই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন।
মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি পম্পা সরকার জানান, “পেট্রোল ও ডিজেলের পাশাপাশি যে হারে রান্নার গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের পেটে টান পরেছে। করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প ও বিনা মূল্যে খাদ্য দানের প্রকল্পের জন্য আমরা খেতে পারছি। কিন্তু এখন কোথায় গেল মোদীজির উজালা গ্যাস ?”