লকডাউনঃ ওয়ার্ডের দুস্থ মানুষদের খাদ্যের জোগান দিলেন রায়গঞ্জের দুই কাউন্সিলর
রায়গঞ্জ পুরসভার দুই কাউন্সিলরের ব্যক্তিগত উদ্যোগ। লকডাউনের মধ্যে ওয়ার্ডের দুস্থ মানুষদের খাদ্যের জোগান দিলেন তাঁরা।
Bengal Live রায়গঞ্জঃ লক ডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন ওয়ার্ডের খেটে খাওয়া দিনমজুর মানুষেরা। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় অভুক্ত থাকতে হচ্ছে বহু মানুষকে। এইসব দুস্থ মানুষদের মুখে অন্ন তুলে দিতে উদ্যোগী রায়গঞ্জ পুরসভার দুই কাউন্সিলর অর্ণব মন্ডল ও পায়েল মন্ডল।
ব্যক্তিগত উদ্যোগে তাঁরা ১৩ নম্বর এবং ২০ নম্বর ওয়ার্ডের দুস্থ মানুষদের হাতে ৫ কেজি করে চাল, দুই কেজি করে আলু এবং হাত ধোওয়ার জন্য একটি সাবান তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন।
এদিন দুটি ওয়ার্ডের সমস্ত মানুষের কাছে চাল আলু প্রদানের স্লিপ বিলি করলেন তাঁরা। আগামীকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এইসব বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে চাল, আলু ও সাবান।
দুই কাউন্সিলর অর্নব মন্ডল ও পায়েল মন্ডলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওয়ার্ডের বাসিন্দারা।