রায়গঞ্জ

রায়গঞ্জে লকডাউন নয়, করোনা মোকাবিলায় কড়া অবস্থান নিচ্ছে প্রশাসন

রায়গঞ্জ পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১১ জন। চিকিৎসাধীন রয়েছেন ৯ জন৷ সংক্রমণ রোধে কড়া অবস্থান নিতে চলেছে প্রশাসন।

Bengal Live রায়গঞ্জঃ করোনা মোকাবিলায় রায়গঞ্জে কড়া অবস্থান নিতে চলেছে প্রশাসন। লকডাউনের পথে না হাঁটলেও, রাস্তা ঘাটে বিনা প্রয়োজনে মানুষের ঘোরাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরও কড়া হাতে কার্যকর করতে চলেছে প্রশাসন। সোমবার সকাল থেকে করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া নিয়ে শহরজুড়ে জোর প্রচারে নামতে চলেছে পুলিশ, পুরসভা, স্বাস্থ্যদপ্তর ও জেলা প্রশাসন।

গত কয়েকদিন থেকেই রায়গঞ্জ পুর এলাকায় করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলেছে। আক্রান্ত হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন উপ-পুরপতি সহ বেশ কয়েকজন৷ একাধিক পুর ওয়ার্ডে করোনা সংক্রমণ দেখা যাওয়ার ফলে আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক করতে লকডাউনের পক্ষে মত দিয়েছেন শহরবাসীর একাংশ। রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, এখনও পর্যন্ত রায়গঞ্জ পুর এলাকায় ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ যার মধ্যে ১১ জম ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রায়গঞ্জ পুরসভার মহকুমা শাসকের নেতৃত্বে করোনা মোকাবিলা নিয়ে এক বিশেষ বৈঠকে বসে রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ। রায়গঞ্জ থানার আইসি, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষ পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, করোনা মোকাবিলায় সোমবার সকাল থেকে ব্যাপক প্রচারে নামতে চলেছে পুরসভা, পুলিশ ও প্রশাসন। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে মাইকিং-এর মাধ্যমে প্রচার চালানো হবে। ক্রেতা-বিক্রেতা উভয়ই শহরে করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দোকানপাট, বাজার ঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার করার গুরুত্ব সবাইকে বোঝাতেই হবে। পুরপতি আরও বলেন, প্রচারের পাশাপাশি বিনা প্রয়োজনে রাস্তায় ভিড় করা, মাস্ক ও হেলমেট ছাড়া বাইক চলাচলের ক্ষেত্রেও কড়া অবস্থান নেওয়া হবে।

Related News

Back to top button