দুঃস্থদের মুখে খাবার তুলে দিচ্ছেন রায়গঞ্জের কাউন্সিলররা

দুস্থ নাগরিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ রায়গঞ্জ পুরসভার কাউন্সিলরদের।

Bengal Live রায়গঞ্জঃ লকডাউনের জেরে কর্মহীন দুস্থ নাগরিকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ রায়গঞ্জ পুরসভার একাধিক কাউন্সিলরের। বুধবার সকালে ওয়ার্ডের প্রায় ১১০০ দুস্থ পরিবারের হাতে চাল,ডাল,তেল, লবন সোয়াবিন সহ নানান খাদ্যসামগ্রী তুলে দিলেন রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস।

একইভাবে মঙ্গলবার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালী ঘোষ সাহা তাঁর ওয়ার্ডের দুস্থ বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। চাল, ডাল, তেল, লবন, সোয়াবিন, হাত ধোওয়ার জন্য সাবান তুলে দেন তিনি। এদিকে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিরুদ্ধ সাহা বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

Exit mobile version