রায়গঞ্জ

NO MASK, NO lIQUOR, শর্তসাপেক্ষে রায়গঞ্জে খুলল মদের দোকান

NO MASK, NO lIQUOR, শর্তসাপেক্ষে রায়গঞ্জে খুলল ‘স্ট্যান্ড অ্যালোন’ মদের দোকান। পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীদের নজরদারিতে চলছে মদ বিক্রি।

Bengal Live রায়গঞ্জঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মতন শর্তসাপেক্ষে রায়গঞ্জে খুলল ‘স্ট্যান্ড অ্যালোন’ মদের দোকান। সামাজিক দূরত্ব মেনে এদিন বেলা ৩টা থেকে মদ বিক্রি শুরু হয়েছে শহরে। পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীদের নজরদারিতে চলছে মদ বিক্রি। এদিকে মাস্ক না পড়ে আসলে মদ বিক্রি করা হবে না। দোকানের বাইরে এমন পোস্টার লাগানো হয়েছে মদ ব্যবসায়ীদের পক্ষ থেকে৷

মদ ব্যবসায়ী বুবাই মল্লিক জানিয়েছেন, মাস্ক না পড়ে আসলে মদ বিক্রি করা হচ্ছে না। সরকারি সমস্ত রকম নির্দেশিকা মেনেই এদিন দোকান খোলা হয়েছে। তিনি আরও বলেন, আবগারি ও পুলিশ কর্মীদের নজরদারিতে পারস্পরিক দূরত্ব বজায় রেখে গ্রাহকরা মদ কিনছেন। স্যানিটাইজ করার ব্যবস্থাও করা হয়েছে।

প্রসঙ্গত, প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ মতন সোমবার থেকে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে দেশজুড়ে ‘স্ট্যান্ড অ্যালোন’ মদের দোকান খুলেছে। তবে এই ছাড় কনটেইনমেন্ট জোনের জন্য বলবৎ নয়৷ পানশালা, রেস্তোরাঁ, পাবে মদ বিক্রির ক্ষেত্রে অনুমতি এখনও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি৷

Related News

Back to top button