সামনে বিধানসভা নির্বাচন, চা চক্রে গিয়ে জনসংযোগ বাড়াচ্ছেন কৃষ্ণ কল্যানী

দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে চা চক্রে যোগ কৃষ্ণ কল্যানীর। জেলায় ফিরেই একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দিলেন তিনি।
গুঞ্জন হল সত্যি, এবার কি তবে রায়গঞ্জের পদ্ম প্রার্থী শিল্পপতি কৃষ্ণ কল্যানী ?
Bengal Live রায়গঞ্জঃ বিজেপিতে যোগ দিয়েই সাধারণ মানুষের সমস্যা জানতে চা চক্রে যোগ দিলেন শিল্পপতি কৃষ্ণ কল্যানী। বৃহস্পতিবার রায়গঞ্জের ছত্রপুরে দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে চা চক্রে যোগ দেন তিনি। দলের জেলা সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী, মন্ডল সভাপতি অভিজিৎ যোশী সহ অন্যান্য নেতৃত্ব এদিন উপস্থিত ছিলেন ওই চা চক্রে।
নিজের উদ্যোগেই রাস্তা বানাচ্ছিলেন গ্রামবাসীরা, সাহায্যের হাত বাড়ালেন রায়গঞ্জের শিল্পপতি
এদিন চা চক্র শেষ করেই বোগ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা সাহার বাড়িতে পৌঁছান কৃষ্ণ কল্যানী। জানা গেছে, গত দুই বছর থেকে প্রিয়াঙ্কা দেবী স্নায়ু রোগে ভুগছেন। অসার হয়ে রয়েছে তাঁর হাত ও পা। কলকাতা ব্যাঙ্গালোর সহ বহু জায়গায় চিকিৎসা করানোর পরেও এখনও সুস্থ হননি তিনি। দুঃস্থ পরিবারের সদস্য প্রিয়াঙ্কার চিকিৎসার খরচ জোগাতে এদিন তাঁর বাবার হাতে ১০ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া কৃষ্ণ কল্যানী। এর পাশাপাশি রায়গঞ্জ ব্লকের শ্যামপুর এলাকায় প্রায় ৩৫০ জন বাসিন্দার হাতে এদিন ত্রিপাল তুলে দিয়েছেন কৃষ্ণ কল্যানী।