ডালখোলায় NBSTC-এর আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরির প্রস্তাব
আধুনিক বাস স্ট্যান্ড তৈরির প্রস্তাব ডালখোলায়৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ড মিটিং-এ প্রস্তাব দিলেন করণদিঘির বিধায়ক।
Bengal Live কোচবিহারঃ ডালখোলায় আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরির প্রস্তাব দিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ২৩০ নম্বর বোর্ড মিটিং-এ এই প্রস্তাব দেন গৌতম পাল। বোর্ড মিটিং শেষে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, ডালখোলায় আমাদের দেড় একর জায়গা রয়েছে। সেখানে একটি আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরি করার প্রস্তাব দিয়েছেন করণদিঘির বিধায়ক তথা NBSTC -এর ভাইস চেয়ারম্যান গৌতম পাল। আমরা প্রস্তাব ডিপার্টমেন্টে পাঠাচ্ছি।
নয়া উদ্যোগ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার, পথে নামতে চলেছে ইলেকট্রিক বাস
প্রসঙ্গত, বিগত কয়েকদিন আগেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন বোর্ড গঠন করা হয়েছে৷ সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্থপ্রতীম রায়। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল৷ এদিন নতুন কমিটির প্রথম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয় কোচবিহারে।
প্রয়াত বিগ বস জয়ী সিদ্ধার্থ, শোকস্তব্ধ বলিউড
এদিন বৈঠক শেষে পার্থপ্রতীম রায় জানান, ইলেকট্রিক বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পাইলট প্রজেক্ট হিসেবে বেশ কয়েকটি রুটও নির্ধারিত করা হয়েছে। সরকারের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। এদিকে, পূজার আগেই সবুজের পথে হাতছানি প্রকল্পও আবার শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন চেয়ারম্যান।