তপন দেব সিংহের পরিবর্তে নতুন সহসভাপতি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে
বিধায়ক নির্বাচিত হওয়ার পর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তপন দেব সিংহ। এদিন সেই শূন্যস্থান পূরণ করলেন গোলাম মোস্তাক প্রধান।
Bengal Live কালিয়াগঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুন সহকারী সভাপতি নির্বাচিত হলেন তৃণমূলের গোলাম মোস্তাক প্রধান। বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির সভাগৃহে সহকারী সভাপতি পদের নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। ২৪ সদস্যের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের ১৩ জন সদস্য এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ গ্রহণ করেন এদিন। এই সভা অবৈধ অভিযোগ তুলে বিজেপির ১১ জন সদস্য নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহকারী সভাপতি পদে নির্বাচিত হন তৃণমূলের গোলাম মোস্তাক প্রধান।
বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নব নির্বাচিত সহকারী সভাপতি গোলাম মোস্তাক প্রধানের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে স্বাগত জানায় সমিতির সভাপতি দীপা সরকার সহ অন্যান্য তৃণমূল সদস্যরা। এদিন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ। গত ১৩ জানুয়ারী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পদ থেকে বিধায়ক তপন দেব সিংহ ইস্তফা দেন। ফলে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পদ নতুন করে নির্বাচন করার প্রয়োজন হয়। বিধায়ক তপন দেবসিংহ বলেন, একসাথে দুটি পদে কাজ করতে সমস্যা হচ্ছিল বলেই সহকারী সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছি। গোলাম মোস্তাক প্রধান অত্যন্ত কাজের মানুষ। ফলে উপকৃত হবে পঞ্চায়েত সমিতি।
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুন সহকারী সভাপতি গোলাম মোস্তাক প্রধান বলেন, দায়িত্ব বাড়লো। চেষ্টা করবো সবাইকে নিয়ে কালিয়াগঞ্জের উন্নয়নের কাজে গতি আনতে। এদিন নব নির্বাচিত সহকারী সভাপতিকে শুভেচ্ছা জানতে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে আসেন জেলা পরিষদ সদস্য দধিমোহন দেবশর্মা। কালিয়াগঞ্জের মোস্তফানগর পঞ্চায়েত এলাকা থেকে নির্বাচিত গোলাম মোস্তাক প্রধান ব্লক তৃণমূলের মহাসচিবের দায়িত্বে রয়েছেন। ২০০৯ সাল থেকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য গোলাম মোস্তাক প্রধানকে সহকারী সভাপতি পদে বসিয়ে বিধানসভা ভোটের আগে চমক দিল শাসক শিবির।