রায়গঞ্জ

জোট প্রার্থীর সমর্থনে সোমেন- সুজনের যৌথ প্রচার কালিয়াগঞ্জে

বাম-কংগ্রেস জোটের প্রার্থী ধীতশ্রী রায়ের সমর্থনে এটাই প্রথম জনসভা। কালিয়াগঞ্জে কংগ্রেস প্রার্থীর প্রচারে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, সিপিএম নেতা সুজন চক্রবর্তী। থাকার কথা দীপা দাশমুন্সী ও প্রদীপ ভট্টাচার্যেরও।

Bengal Live কালিয়াগঞ্জঃ জোট প্রার্থীর সমর্থনে একদিনে যৌথ প্রচারে কালিয়াগঞ্জে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বুধবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জে বাম-কংগ্রেস প্রার্থী ধীতশ্রী রায়ের প্রচারে সভা করবেন ওই দুই নেতা। কংগ্রেস সূত্রে খবর রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যও থাকবেন সভায়।

আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচন। ইতিমধ্যেই দুই শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি জোর প্রচার শুরু করেছে কালিয়াগঞ্জে। হেভিওয়েট একাধিক নেতৃত্বকে এনে রোজই কালিয়াগঞ্জ জুড়ে প্রচার চালাচ্ছে দুই দল। এদিনও বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায় একাধিক সভা করেছেন। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীরও চলতি সপ্তাহে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করার কথা রয়েছে।

তবে ত্রিমুখি লড়াইয়ে জোট শিবিরে এখনও তেমন কোনও হেভিওয়েট নেতাদের প্রচার দেখা না যাওয়ায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই বলছেন প্রচারে পিছিয়ে গিয়েছে জোট প্রার্থী। যদিও এই তত্ত্ব মানতে নারাজ জোট নেতৃত্ব। কালিয়াগঞ্জের সিপিএম নেতা ভরতেন্দু চৌধুরী বলেন, বুধবার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে বেলা ৩’টায় একসঙ্গে প্রচারে আসছেন সৌমেন মিত্র ও সুজন চক্রবর্তী। হেভিওয়েট প্রচারে থেকে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ মানুষের কাছে পৌঁছানো। আমাদের প্রার্থী মানুষের কাছে পৌঁছচ্ছেন রোজ।

সিপিআইএম জেলা সম্পাদক অপূর্ব পাল জানিয়েছেন, সভার পর একাধিক ওয়ার্ডে ঘুরে জোট প্রার্থীর সমর্থনে প্রচার করবেন সুজন চক্রবর্তী। জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ জানিয়েছেন, দীপা দাসমুন্সি ইতিমধ্যেই কালিয়াগঞ্জে প্রচার শুরু করেছেন। আগামীকাল বুধবার যৌথ সভা করতে আসছেন সুজন চক্রবর্তী ও সোমেন মিত্র।

Related News

Back to top button