রায়গঞ্জে বিজেপির যোগদান মেলাকে সাম্প্রদায়িক মেলা বলে কটাক্ষ তৃণমূলের
রায়গঞ্জে বিজেপির যোগদান মেলা। উপস্থিত রায়গঞ্জের সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরী, ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। এই যোগদান মঞ্চেই বিজেপিতে যোগ দিলেন রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যানী।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জে বিজেপির যোগদান মেলা কার্যত ফ্লপ শো। যারা বিজেপি করতেন তাঁরাই আজ আবার বিজেপিতে যোগ দিলেন৷ সংসদীয় প্রতিনিধি কিংবা পঞ্চায়েত ও পুর স্তরের কোনও জনপ্রতিনিধি এদিন যোগ দান করেননি। উত্তর দিনাজপুর জেলা বিজেপির যোগদান মেলাকে এই ভাবেই কটাক্ষ করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যোগদান মেলা নয়, এটা আসলে সাম্প্রদায়িক মেলা, বললেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস।
রবিবার উত্তর দিনাজপুর জেলা বিজেপির ডাকে রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে আয়োজিত হয় যোগদান মেলা। রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এদিনের মেলায় উপস্থিত ছিলেন। বিজেপির যোগদান মেলায় এদিন পদ্ম পতাকা হাতে তুলে নেন শিল্পপতি কৃষ্ণ কল্যানী। শিল্পপতি কৃষ্ণ কল্যানী উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কার্যকরি সভাপতি রন্তু দাস এদিন বিজেপির পতাকা হাতে তুলে নেন।
বিজেপির যোগদান মেলা শেষ হতেই এদিন সাংবাদিক সম্মেলন করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মুখপাত্র সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ পুরসভার উপ-পুরপতি অরিন্দম সরকার, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ।
গুঞ্জন হল সত্যি, এবার কি তবে রায়গঞ্জের পদ্ম প্রার্থী শিল্পপতি কৃষ্ণ কল্যানী ?
জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমরা গত ১৭ তারিখে জেলা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে কৃষ্ণ কল্যানীকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কৃষ্ণ কল্যানীর দলবদল করাতে জেলা তৃণমূলে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি। কানাইয়ালাল আগরওয়াল আরও বলেন, যোগদান মেলা বলা হলেও পঞ্চায়েত, পুরসভা স্তরের কোনও সদস্য এই সভায় যোগ দেননি। যারা বিজেপি করতেন তারাই আজ আবার যোগ দিয়েছেন।
জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, পঞ্চায়েত, পুরসভা স্তরের কোনও জনপ্রতিনিধি বিজেপিতে যোগ দেননি। সংসদীয় গণতন্ত্রের কোনও জনপ্রতিনিধিও এদিন বিজেপি যোগ দেননি। ফলে এটাকে যোগদান মেলা নয়, এটা আসলে সাম্প্রদায়িক মেলা।
এর কোনও প্রভাব পড়বে না। জেলার বাইরে থেকে লোক এনে মাঠ ভরানো হয়েছে। ঝাড়খন্ড, মালদা, দক্ষিণ দিনাজপুর থেকে লোক আনা হয়েছে এদিন। যোগদান মেলা দেখিয়ে রায়গঞ্জের মানুষকে ভুল বোঝানো যাবে না।