রায়গঞ্জের গোয়ালপাড়ায় শেয়াল পড়ল পুকুরে, উদ্ধারে বন দপ্তর ও পিএফএ

শেয়ালটিকে এদিন স্থানীয় বাসিন্দারা পুকুরের জলে দেখতে পান। এরপরেই পিএফএ-কে খবর দেন বাসিন্দারা।

 

Bengal Live রায়গঞ্জঃ পূর্ণবয়স্ক শেয়াল উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায়। স্থানীয় একটি পুকুর থেকে আহত অবস্থায় শেয়ালটিকে উদ্ধার করে বন বিভাগ ও পিএফএ-র সদস্যরা৷ জানা গেছে, শেয়ালটির কোমড়ে চোট রয়েছে।

পিএফএ-র সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, শেয়ালটির কোমড়ে আঘাত রয়েছে। সেই কারণেই পুকুরে পড়ে গিয়েছিল। আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুলিক পক্ষীনিবাসে রাখা হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, শেয়ালটি সুস্থ হলেই ছেড়ে জঙ্গলে দেওয়া হবে।

Exit mobile version