রায়গঞ্জ

ইটাহার আসনে হাতের প্রার্থী চেয়ে দলের জেলা কার্যালয়ে বিক্ষোভ ব্লক কংগ্রেস নেতৃত্বের

তৃণমূল কংগ্রেসের পর প্রার্থী নিয়ে বিক্ষোভ জোটেও। পছন্দের প্রার্থী দাঁড় করানোর দাবিতে জেলা কার্যালয়ে বিক্ষোভ ইটাহার ব্লক কংগ্রেস কমিটির।

 

Bengal Live রায়গঞ্জঃ বাম-কংগ্রেস জোটে জট। বাম-কংগ্রেস তথা সংযুক্ত মোর্চার ইটাহার বিধানসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী শ্রীকুমার মুখার্জিকে কোনওমতেই মানতে চাইছেনা ইটাহার ব্লক কংগ্রেস কমিটি। ইটাহার বিধানসভায় দলীয় প্রার্থীর দাবিতে কংগ্রেসের জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভ কর্মীদের। বিক্ষোভকারীদের দাবি, লোকসভা ভোটের নিরিখে বামেদের থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস। এলাকায় সংগঠন আগের থেকে অনেকটাই মজবুত হয়েছে। তাই ইটাহারে কংগ্রেসের প্রতীকেই প্রার্থী দাঁড় করাতে হবে। দাবি না মানা পর্যন্ত জেলা কংগ্রেস কার্যালয়ে বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

এব্যাপারে জেলা বামফন্টের আহ্বায়ক অপুর্ব পাল জানিয়েছেন, জোট ধর্ম মেনেই ভোটে লড়াই হবে। ইটাহারে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ এটা কংগ্রেস দলকেই সামাল দিতে হবে বলে জানান তিনি।

যদিও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের দাবি, বাম-কংগ্রেস জোট ধর্ম মেনেই আমরা ইটাহারে বাম প্রার্থী শ্রীকুমার মুখার্জিকে সমর্থন করব এবং তাঁকে জয়ী করার জন্য নির্বাচনী প্রচারে নামব। দলের মধ্যে বিদ্রোহ করলে তা নিয়ে আলোচনায় বসে ঠিক করে নেওয়া হবে।

Related News

Back to top button