
রাজ্যে সেরা স্কুলের তালিকায় স্থান পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুল
Bengal Live রায়গঞ্জঃ রাজ্যে সেরা স্কুলগুলির মধ্যে অন্যতম সেরা স্কুল হিসেবে স্বীকৃতি পেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুল। স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ সেলিমউদ্দিন জানান, এদিন টেলিফোনে এই খবর শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।আগামীতে লিখিত ভাবেই এই স্বীকৃতির কথা জানানো হবে।
রাজ্যে সেরা স্কুলের শিরোপা অর্জন করার খবর জানাজানি হতেই এদিন অকাল হোলী খেলায় মেতে ওঠেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ,পড়ুয়া সহ অন্যান্যরা। প্রচন্দ গরমের মাঝেই উৎসবের আমেজে দেখা যায় এদিন সকলকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ সেলিমউদ্দিন বলেন, রাজ্যের মধ্যে ১৩টি স্কুলকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। উত্তরবঙ্গ থেকে এই তালিকায় রয়েছে আরও তিনটি স্কুল। সেই তালিকায় স্থান পেয়ে স্কুলের সকলে খুব খুশি। শিক্ষক দিবসে কলকাতায় পুরুষ্কার তুলে দেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান করে নিয়েছে এই স্কুলের পড়ুয়ারা। জয়েন্ট পরীক্ষাতেও ভালো ফলের নজির গড়েছে ইসলামপুর হাইস্কুল। সেই সব কিছু বিচার করেই রাজ্যের অন্যতম সেরা স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে জেলার এই স্কুল।