রায়গঞ্জ
করোনা মোকাবিলায় জীবানু নাশক স্প্রে রায়গঞ্জ থানায়
করোনা মোকাবিলায় রায়গঞ্জ থানা জুড়ে জীবানু নাশক স্প্রে করল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
Bengal Live করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্যানিটাইজ করা হলো রায়গঞ্জ থানা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-এর পক্ষ থেকে মঙ্গলবার এই কর্মসূচি পালন করা হয়। থানা স্যানিটাইজ করার পাশাপাশি কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
রায়গঞ্জ থানার লকআপ, ডিউটি অফিসার রুম সহ থানার যেইসব এলাকায় মানুষের আনাগোনা রয়েছে এমন জায়গা চিহ্নিত করে জীবানু নাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এদিন। আগামী দিনে রায়গঞ্জ জেলা সংশোধনাগারের বন্দিদেরকেও স্যানিটাইজার দেওয়ার পরিকল্পনা রয়েছে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।