রায়গঞ্জ

লকডাউনের রাস্তায় টাকার হরিলুট ! করোনা আবহে চাঞ্চল্য রায়গঞ্জে

শহরের রাস্তায় ছড়িয়ে থাকা কয়েক হাজার টাকা কুড়য়ে পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে। মঙ্গলবার সকালে রাস্তায় পড়ে থাকা নোটগুলিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বন্দর কালীবাড়ি রোডে৷

Bengal Live রায়গঞ্জঃ শহরের রাস্তায় ছড়িয়ে থাকা কয়েক হাজার টাকা কুড়য়ে পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জে। মঙ্গলবার সকালে রাস্তায় পড়ে থাকা নোটগুলিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বন্দর কালীবাড়ি রোডে৷ এক মোটরবাইক চালকের পকেট থেকে টাকাগুলি পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে পড়ে থাকা টাকা বেশ কয়েকজন কুড়িয়ে নিয়েছে বলেও জানা গেছে। পুরো ঘটনাটি লিখিত ভাবে রায়গঞ্জ থানায় জানিয়েছেন এলাকার বাসিন্দারা৷ খবর পৌঁছেছে রায়গঞ্জ পুরসভার পুরপতির কানেও।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একটি চলন্ত মোটরবাইক থেকে রাস্তায় টাকা পড়তে থাকে। এলাকাবাসীর কেউ কেউ সেই ঘটনা দেখতে পেয়ে বাইক চালককে ডাক দিলেও তিনি ফিরে না তাকিয়ে সোজা বাইক চালিয়ে চলে যান। এরপরেই বেশ কয়েকজন ব্যক্তি সেই টাকা তুলে নেন। স্থানীয় বাসিন্দা দীপঙ্কর দত্তের দাবি, এদিন সকাল ৬.১০ মিনিট নাগাদ একটি মোটর বাইক থেকে টাকা ছড়ানো হয়৷ কয়েকজন লোভ সামলাতে না পেরে সেই টাকা তুলে নেন। আমরা ঘটনা জানতে পেরে ছুটে যাই। পুলিশকে খবর দেওয়া হয়। পুরো বিষয়টি লিখিত ভাবেও পুলিশকে জানানো হয়েছে। কেন টাকা ফেলে চলে গেলেন একজন বাইক চালক? তবে কি অন্য উদ্দেশ্য ছিল ? টাকার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর উদ্দেশ্য নেই তো ? আমরা আতঙ্কিত !”

এদিকে পুরো ঘটনাটি বন্দি হয়েছে একটি সিসি ক্যামেরায়। মোটর বাইক থেকে টাকা রাস্তায় পড়ে যাওয়ার ছবি ধরা পড়েছে ওই ক্যামেরায়। এদিকে এখনও টাকা খোঁয়া যাওয়ার কোনও অভিযোগ জমা পড়েনি রায়গঞ্জ থানায়। বন্দর কালীবাড়ি এলাকাতেও কেউ এখনও খোয়া যাওয়া টাকার সন্ধান করেনি। রায়গঞ্জ থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস বলেন, “মোটরবাইক আরোহী এক মুরগি ব্যবসায়ীর পকেট থেকে টাকা পড়েছে বলে জানতে পেরেছি। বেশ কয়েকজন সেই টাকা পেয়েছে। শুনেছি তাঁদের মধ্যে কেউ কেউ সেই টাকা স্যানিটাইজও করে নিয়েছে। এই ঘটনা নিয়ে শহরে অহেতুক কোনও আতঙ্ক ছড়ানো উচিৎ নয়৷ পুলিশের নজরে বিষয়টি এসেছে৷ তাঁরা খতিয়ে দেখবেন৷

Related News

Back to top button