শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন রায়গঞ্জের পুরপতি সন্দীপ বিশ্বাস
মন্ত্রীত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী। উত্তাল রাজ্য রাজনীতি। উত্তর দিনাজপুরে কতটা প্রভাব পড়বে তৃণমূলে? স্পষ্ট বার্তা দিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস।
এক সপ্তাহের মধ্যেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে তৃণমূল !
Bengal Live রায়গঞ্জঃ শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছাড়ায় দলে কোনও প্রভাব পড়বে না। স্পষ্ট বার্তা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাসের। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুরে ৯টি আসনেই জয়ী হবে তৃণমূল কংগ্রেস। শনিবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে এমনই আশা প্রকাশ করলেন রায়গঞ্জ পুরসভার পুরপতি তথা জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস৷
মন্ত্রীসভা থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর
শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ছাড়া নিয়ে উত্তাল রাজ্যের রাজনীতি। তৃণমূলের অন্দরেও শোনা যাচ্ছে বিদ্রোহের সুর। ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তবে শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছাড়লেও তাঁর আগামী পদক্ষেপ কী হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিজেপিতে যোগ দেবেন তিনি, নাকি কংগ্রেসে ফিরবেন সেই নিয়েও চলছে বিস্তর জল্পনা৷ তবে দুই দলই শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়েছে।
আজকের রাশিফল, শনিবার, ২৮ নভেম্বর
এদিকে শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ছাড়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে বড় প্রশ্ন, তৃণমূল কংগ্রেসে এর কতটা প্রভাব পড়বে? এই প্রশ্নের উত্তর খুঁজছে খোদ দলের নেতৃত্বরাও৷ এদিন এই প্রশ্নের উত্তরে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, সময়ই বলবে প্রভাব পড়বে কী,পড়বে না। প্রভাব আছে কী নেই, এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে পারবো না। তবে আসন্ন বিধানসভা উপ-নির্বাচনে এই জেলায় নয় আসনেই জয় লাভ করবে তৃণমূল কংগ্রেস৷ এই জেলায় অন্য কোনও রাজনৈতিক দলের জয়ের সম্ভাবনা একেবারে শূন্য।