রায়গঞ্জ

মেয়ের সামনেই স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য রায়গঞ্জে

স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনা রায়গঞ্জের নোয়াপাড়া গ্রামে। ঘটনাস্থলে পুলিশ।

Bengal Live রায়গঞ্জঃ মেয়ের সামনেই স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া গ্রামে। মৃত গৃহবধূর নাম কামনা শিকদার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত সুজন শিকদার ঘটনার পর থেকেই পলাতক। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। চোখের সামনে মাকে মৃত্যুর কোলে ঢ’লে পড়তে দেখে বাকরুদ্ধ পঞ্চম শ্রেণীর ছাত্রী অনামিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ক্ষৌরকার সুজন শিকদার নেশায় আসক্ত ছিলেন। প্রায় নিত্যদিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর উপর অত্যাচার করতেন। পেশায় পরিচারিকা কামনা শিকদার এদিন সকালে বাড়ি ফিরলে খাওয়ার পরিবেশন করা নিয়ে বচসার সৃষ্টি হয়। অভিযোগ, সেই সময় কামনা শিকদারের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে পালিয়ে যায় সুজন শিকদার। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় কামনা শিকদারের। মেয়ের আর্তনাদে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে বাড়ির উঠোনে কামনা শিকদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Related News

Back to top button