একদিকে রায়গঞ্জে করোনা জয়ীদের উচ্ছ্বাস। তাঁরা বার্তাও দিলেন, করোনাকে ভয় নয়, জয় করুন। এরই মাঝে এদিন উত্তর দিনাজপুরে এক ধাক্কায় হাজারে পৌঁছে গেল আক্রান্তের সংখ্যা।
Bengal Live রায়গঞ্জঃ এক দিনে শতাধিক করোনা আক্রান্ত উত্তর দিনাজপুরে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিনের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুরে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১১০ জন। উত্তর দিনাজপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৫১। গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৬৪ জন। এখনও পর্যন্ত উত্তর দিনাজপুরে মোট সুস্থ হয়েছেন ৬৫৫ জন। এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলায় কোভিড হাসপাতাল ও সেফ হাউজে চিকিৎসাধীন রয়েছেন ৩৯০ জন। রায়গঞ্জ পুরসভা এলাকায় এদিন আক্রান্তের সংখ্যা ২৫। সূত্রের খবর, রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপ পুরপতির করোনা রিপোর্ট ফের পজিটিভ এসেছে। এদিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৭ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার দিনই রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন আট জন। প্রায় দশদিন রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার করোনাকে জয় করে বাড়ি ফিরলেন আট জন। ঘরে ফেরার প্রাক মুহূর্তে তাই আনন্দ-উল্লাসে মাতোয়ারা হলেন তাঁরা। বার্তা দিলেন, করোনাকে ভয় নয়, করুন সহজে জয়। করোনা আক্রান্তরা জানিয়েছেন, শারীরিক অসুস্থতার থেকে মানসিক চাপটাই বেশি। আজ আমরা প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছি। তাই একটু আনন্দ করেছি। করোনা জয়ীদের বার্তা, করোনাকে নিয়ে সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছুই নেই। করোনা মানে মারাত্মক কোনও মহামারী, তেমন কিছুই নয়। আমরা সুস্থ হয়েছি। অন্যরাও হবেন।