গৃহবধূকে খুনের অভিযোগ রায়গঞ্জে
গৃহবধূকে খুনের অভিযোগ রায়গঞ্জে
Bengal Live রায়গঞ্জঃ এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, ওই গৃহবধূকে খুন করেছে তার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামে। মৃতা গৃহবধূর নাম নূর বানু।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক মৃতা গৃহবধূর স্বামী শ্বশুর ও শ্বাশুড়ি। গ্রামের বাসিন্দা সহ মৃতার পরিজনেরা দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবী তুলেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে ইটাহার থানার ডামডোলিয়া গ্রামের বাসিন্দা নূর বানুর সাথে বিয়ে হয় রায়গঞ্জের গৌরী গ্রামপঞ্চায়েতের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মহম্মদ সুন্দরলালের৷
স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী আইনুল হক বলেন, আমরা খবর পেয়েছি, গতরাতে স্বামী স্ত্রীয়ের মধ্যে ঝামেলা হয়। সুন্দরলাল তার স্ত্রীকে তালাকও দেয় রাতেই। এরপরই এদিন সকালে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা মোজারুল হক বলেন, তাস খেলা নিয়ে শুনেছি স্বামী স্ত্রীয়ের মধ্যে ঝামেলা হয়। এরপর তালাক দেওয়া হয় বলেও শুনেছি। এরপর এদিন সকালে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়।