রায়গঞ্জ

কালিয়াগঞ্জে বিজেপির ডাকে বনধ, আটক ১৭ বনধ সমর্থনকারী

বিজেপির ১২ ঘন্টা বনধ কালিয়াগঞ্জে। এখনও পর্যন্ত ১৭ জন বনধ সমর্থনকারীকে আটক করেছে পুলিশ৷

 

Bengal Live কালিয়াগঞ্জঃ বিজেপির ডাকা কালিয়াগঞ্জে বনধের প্রভাব তেমন দেখা গেল না। জনজীবন প্রায় স্বাভাবিক ছিল এদিন। কিছু দোকানপাট বন্ধ থাকলেও এদিন সকালে বাজার বসতে দেখা গিয়েছে। টোটো চলাচলের পাশাপাশি রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কও ছিল খোলা। পুলিশ সূত্রে জানা গেছে, জোর করে দোকানপাট বন্ধ করানোর অভিযোগে ১৭ জন বিজেপির বনধ সমর্থনকারীকে এখনও আটক করা হয়েছে। এদিকে আটক বনধ সমর্থনকারীদের মুক্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির ডাকা বনধকে ঘিরে শহরজুড়ে ব্যাপক পুলিশের টহলদারি। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স।

এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জে। চলতি মাসের ৪ তারিখে জয়ন্তী দাস নামে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা মনে করা হলেও বিজেপির অভিযোগ, ওই গৃহবধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু করে বিজেপি। থানার সামনে ধর্ণা আন্দোলনেও সামিল হয়েছিল জেলা বিজেপি৷ এর পর দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে এদিন ১২ ঘন্টার বনধ ডাকে বিজেপি৷

Related News

Back to top button