রায়গঞ্জ

অবর বিদ্যালয় পরিদর্শককে হেনস্থা করার অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক

প্রাথমিক স্কুল পরিদর্শককে হেনস্থা করার অভিযোগে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ৷

Bengal Live রায়গঞ্জঃ প্রাথমিক স্কুল পরিদর্শককে হেনস্থা করার অভিযোগে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ৷ বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ বীরনগরের বাসভবন থেকে সুভাষগঞ্জ দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু অধিকারীকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ৷ তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ওই শিক্ষককে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গেছে, বুধবার রায়গঞ্জ সদরের অবর পরিদর্শক নাসরিন পারভিনকে হেনস্থা করার অভিযোগ ওঠে শান্তুনু অধিকারীর বিরুদ্ধে৷

নাসরিন পারভিন সেদিন অভিযোগ করেছিলেন, সদরের স্কুলগুলির মিড ডে মিল সহ বিভিন্ন বিষয়ের কাগজ দাখিল করতে বলা হয়েছিল। কিন্তু দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোনও মাসেই ঠিক সময়ে তা জমা দেন না। এই বিষয় নিয়ে তাঁর সাথে কথা শুরু হতেই সরকারি সম্পত্তি ভাঙচুর করার চেষ্টা করেন, মারধর করার চেষ্টা করেন। জানা গেছে, শান্তনু বাবুকে সেদিনের ঘটনার পরেই অবর বিদ্যালয় পরিদর্শক কারণ দর্শানোর জন্য চিঠি পাঠান। পাশাপাশি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান। বৃহস্পতিবার রাতে সেই অভিযোগের ভিত্তিতেই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক শান্তনু অধিকারীকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনের ঘটনার পর থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শান্তনু বাবু৷ তাঁর দাবী, অন্য একটি রাজনৈতিক সংগঠন করার কারণে তাঁকে ফাঁসানো হয়েছে।

Related News

Back to top button