রায়গঞ্জ

পূজার মুখে বন্ধ হলদিয়া গ্যাস সিলিন্ডার কারখানা

পূজার মুখে বন্ধ হলদিয়া গ্যাস সিলিন্ডার কারখানা

Bengal Live রায়গঞ্জঃ পূজার আগে আচমকা বন্ধ হয়ে গেল হলদিয়া গ্যাস সিলিন্ডার কারখানা। শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় অবস্থিত এই কারখানা বন্ধের নোটিশ দেখা যায় শুক্রবার সকালে। কারখানার শ্রমিকরা জানিয়েছেন, এদিন সকালে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধ হওয়ার নোটিশ তাঁদের চোখে পড়ে।

কারখানা বন্ধের নোটিশ পেতেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। বেশ কিছুক্ষণ কারখানার গেটের সামনেই বিক্ষোভ দেখান তাঁরা। শ্রমিকদের অভিযোগ, প্রতি বছরই চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার আগে নানা রকম সমস্যা ও টালবাহানার সৃষ্টি করে মালিক পক্ষ। এবার না জানিয়ে একেবারে কারখানাই বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। শ্রমিকদের পক্ষ থেকে জানা গেছে, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩৫০ কর্মী কর্মহীন হয়ে পড়েছেন।

তবে কী কারণে কারখানা আচমকা বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ সেই বিষয়টি সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। কর্তৃপক্ষের কাউকে সেখানে না পাওয়ায় তাঁদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related News

Back to top button