সঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই বলা সম্ভব হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
Bengal Live রায়গঞ্জঃ ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হয়েছে রায়গঞ্জে। মৃতের সহকর্মীদের দাবি, ওই ব্যক্তি বিগত বেশ কয়দিন থেকেই জ্বরে ভুগছিলেন৷ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি। এই ঘটনার পরেই জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে যুক্ত কর্মীদের মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। সঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরই বলা সম্ভব হবে বলে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, ২০১৮ সাল থেকে রূপাহার – বারোদুয়ারি জাতীয় সড়ক সম্প্রসারণের কাযে নিযুক্ত ছিলেন গুজরাতের পাঁচমহল জেলার বাসিন্দা বারিয়া কানুভাই ভাগাভাই (৪৮)। বিভিন্ন গাড়ির অপারেটরের কাজ করতেন তিনি। বারিয়ার সহকর্মীদের দাবি, ১৬ই মার্চ জ্বরে আক্রান্ত হন বারিয়া কানুভাই ভাগাভাই। স্থানীয় চিকিৎসককে দেখানোর পর ওষুধ খেয়েও জ্বর না কমায় ১৮ মার্চ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর গত শুক্রবার কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছুটি নিয়ে কাজে যোগ দেন বারিয়া। এরপর এদিন সকালে আচমকা অসুস্থ হয়ে কর্মক্ষেত্রেই চেতনা হারান বারিয়া। সহকর্মীরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বারিয়াকে মৃত বলে ঘোষণা করে।
এই বিষয়ে জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ দেবাশীষ মন্ডল বলেন, ওই ব্যক্তি কী অসুখে ভুগছিলেন তা চিকিৎসার নথি দেখে খোঁজ নেওয়া হবে। এদিকে মৃতের পরিবারের কেউ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে না পৌঁছানোর জেরে মর্গের ফ্রিজে মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।