একাধিক অব্যবস্থার অভিযোগ তুলে প্রাথমিক স্কুলে তালা, বিক্ষোভ রায়গঞ্জে

একাধিক অব্যবস্থার অভিযোগ তুলে প্রাথমিক স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসী ও অভিভাবকদের৷ ঘটনা রায়গঞ্জের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বারোগন্ডা প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক ও শিক্ষিকাদের ক্লাস রুম থেকে বের করে তালা লাগিয়ে দেন গ্রামবাসী ও অভিভাবকরা বলে জানা গেছে।

Bengal Live রায়গঞ্জঃ একাধিক অব্যবস্থার অভিযোগ তুলে প্রাথমিক স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসী ও অভিভাবকদের৷ ঘটনা রায়গঞ্জের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বারোগন্ডা প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক ও শিক্ষিকাদের ক্লাস রুম থেকে বের করে তালা লাগিয়ে দেন গ্রামবাসী ও অভিভাবকরা বলে জানা গেছে।

পড়ুয়াদের অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ, শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ে স্কুলে আসেন না। মিড ডে মিলে নিম্ন মানের খাবার দেওয়া হয় পড়ুয়াদের৷ ক্লাসরুমে মোবাইল ফোন নিয়েই ব্যস্ত থাকেন শিক্ষক ও শিক্ষিকারা৷ দীর্ঘদিন থেকে এমন ভাবে চলতে থাকায় এদিন স্কুল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন বিক্ষোভরত অভিভাবকরা৷

এদিকে অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষিকার দাবী, মিড ডে মিল সহ অভিভাবকদের অন্যান্য অভিযোগ ভিত্তিহীন। স্কুলের পঠনপাঠন সহ সবকিছুই স্বাভাবিক চলছে।

এদিকে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ায় পঠন-পাঠন বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে অভিভাবকদের জিজ্ঞেস করা হলে তাঁদের দাবী, স্কুলে তো এমনিই পড়াশুনা হচ্ছে না। সেই কারণেই তো এই আন্দোলন। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে পঠন-পাঠন, মিড ডে মিল স্বাভাবিক করার লিখিত প্রতিশ্রুতি পেলে আন্দোলন তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অভিভাবকেরা৷

Exit mobile version