বিগত কয়েকবছর আগেও নাগর নদীতে একটি ঘড়িয়াল দেখা যাওয়ার ঘটনা ঘটেছিল। এর আগে ইটাহারেও সুই নদীতে মিলেছিল ঘড়িয়াল।
Bengal Live রায়গঞ্জঃ নাগর নদী থেকে উদ্ধার ঘড়িয়াল। স্থানীয় বাসিন্দারাই নদী থেকে ওই ঘড়িয়ালটিকে উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জ ব্লকের ভিটিয়ার এলাকায়৷ ঘড়িয়াল দেখা যাওয়ার খবর পেতেই উৎসুক জনতার ভীড় উপচে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে বন বিভাগ ও পিপল ফর অ্যানিম্যালস-এর সদস্যরা এলাকায় পৌঁছেছেন।
জানা গেছে, শুক্রবার সকালে ভিটিয়ার গ্রাম লাগোয়া নাগর নদীতে কুমিরের মতন দেখতে একটি প্রাণীকে ভেসে থাকতে দেখেন বাসিন্দারা। এরপর স্থানীয় যুবকরা দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ওই ঘড়িয়ালটিকে নদী থেকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা সাদ্দাম হুসেনের দাবি, ঘড়িয়ালটিকে নদী থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছেন তাঁরা৷ বন বিভাগ এলে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
বিগত কয়েকবছর আগেও নাগর নদীতে একটি ঘড়িয়াল দেখা যাওয়ার ঘটনা ঘটে৷ ইটাহার থানা এলাকার বাড়িওলঘাট গ্রাম লাগোয়া নদীতে স্থানীয় বাসিন্দারা ঘড়িয়ালটিকে দেখতে পান। সেই সময় বন বিভাগের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে ঘড়িয়ালটিকে উদ্ধার করে৷