রায়গঞ্জ

চিনের রাষ্ট্রপ্রধানের শ্রাদ্ধের আয়োজন রায়গঞ্জে

চিনের রাষ্ট্রপ্রধানের শ্রাদ্ধের আয়োজন করে আন্দোলনে উত্তর দিনাজপুর জেলা বিজেপি৷ শুক্রবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে বিজেপি।

Bengal Live রায়গঞ্জঃ চিনের প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করার তিন দিনের মাথায় শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করল বিজেপি। শুক্রবার রায়গঞ্জের ঘড়ি মোড়ে সমস্ত রকম নিয়ম রীতি মেনে চিনের রাষ্ট্রপ্রধান জিন পিং-এর শ্রাদ্ধশান্তির আয়োজন করে উত্তর দিনাজপুর জেলা বিজেপি। পাশাপাশি চিনা দ্রব্য বর্জন করে স্বদেশী দ্রব্য ব্যবহার করার বার্তা দিতে পণ্যসামগ্রী ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মস্তক মুন্ডন করে শ্রাদ্ধানুষ্ঠানে বসেন বিজেপির করণদিঘি ব্লকের মন্ডল সভাপতি অজয় সিং।

উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, চিনের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহের পর তিন দিনের মাথায় আমরা শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছি। চিনের সেনা যেভাবে ভারতীয় জওয়ানদের উপর হত্যালীলা চালিয়ছে তারই প্রতিবাদে এদিন আন্দোলনে সামিল হয়েছি আমরা। পাশাপাশি চিনা দ্রব্য বর্জন করার বার্তা দিতে ওই দেশের পণ্যসামগ্রী এদিন ভেঙে দেওয়া হয়।

Related News

Back to top button