জেলাশাসককে ইমেল মোহিতের, একদিনে উত্তর দিনাজপুরে করোনা মুক্ত প্রায় ২৫০
১৮-৪৪ বছর বয়সী বাসিন্দাদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার আর্জি জানালেন মোহিত সেনগুপ্ত। সংক্রমণের তুলনায় সুস্থতার হার দ্বিগুনেরও বেশি উত্তর দিনাজপুরে।
Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার ১৮ থেকে ৪৪ বছর বয়সী বাসিন্দাদের করোনা ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়ে জেলাশাসককে ইমেল পাঠালেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। বুধবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এদিন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কাছে লিখিত ভাবে এই দাবি জানিয়েছেন মোহিত সেনগুপ্ত। পাশাপাশি রায়গঞ্জ পুরসভা এলাকার সকল স্বাস্থ্যকেন্দ্রে লালারস পরীক্ষা ও ভ্যকসিন দেওয়ার বন্দবস্ত করার দাবিও এদিন জানিয়েছেন মোহিত সেনগুপ্ত বলে জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিনে কিছুটা স্বস্তির বার্তা উত্তর দিনাজপুরে। গত ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার দ্বিগুনেরও বেশি। মৃত্যু হয়েছে দুইজনের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী উত্তর দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৭ জন। সুস্থ হয়েছেন ২৪৭ জন।