শুভেন্দু অধিকারীর জয় প্রার্থনা করে রায়গঞ্জে কৃষ্ণ কীর্তন অনুগামীদের
শুভেন্দু অধিকারীকে ঘিরে কোথাও ক্ষোভ, কোথাও প্রার্থনা। রায়গঞ্জে তাঁর অনুগামীরা রাধামাধবের মন্দিরে কীর্তন গেয়ে কামনা করলেন, দাদার জয় হোক।
শুভেন্দুর হাত ধরে পালাবদল হবে উত্তর দিনাজপুর জেলা পরিষদে? কী বললেন পূর্ণেন্দু দে?
Bengal Live রায়গঞ্জঃ নতুন ইনিংসে শুভেন্দু অধিকারীর জয় প্রার্থনা করে রায়গঞ্জে কৃষ্ণবন্দনা তাঁর অনুগামীদের। একদিকে যখন মালদা জেলার চাঁচলে শুভেন্দু অধিকারীর ছবিতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা, ঠিক সেই সময়ে একদম উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জে। নেতার দ্বিতীয় ইনিংসের শুভ কামনায় পূজা অর্চনা শুরু করলেন শুভেন্দু অনুরাগীরা।
শুভেন্দু অধিকারীর পোস্টারে আগুন দিল তৃণমূল
শনিবার বিজেপিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এদিন একঝাঁক নেতা, বিধায়ক, সাংসদকে নিয়ে গেরুয়া পতাকা ধরেন নন্দীগ্রামের বিধায়ক। বিজেপিতে যোগ দিয়েই “তোলাবাজ ভাইপো হঠাও” বলে স্লোগানও তোলেন শুভেন্দু। রীতিমতো তোপ দাগেন তৃণমূলের কংগ্রেসের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে।
বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দুর স্লোগান “তোলাবাজ ভাইপো হঠাও”
এরপর থেকেই শুভেন্দুকে ঘিরে বিভিন্ন রকম আবেগের বহিঃপ্রকাশ ঘটে তৃণমূল কর্মীদের মধ্যে। মালদার চাঁচলে এদিন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর ছবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।
দশরথ তিরকে দলে যোগ দিতেই আলিপুরদুয়ারে তুমুল বিক্ষোভ বিজেপির অন্দরে
ঠিক একই সময় পাশের জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ধরা পড়ল একদম উলটো চিত্র। শুভেন্দু অধিকারীর ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে কীর্তন শুরু করেন অনুরাগীরা। দেবপুরীর কৃষ্ণ মন্দিরে হঠাৎ এই আয়োজন কেন? প্রশ্নের উত্তরে আয়োজকদের মধ্যে অন্যতম মুকুল পাল বলেন, দেবপুরীর রাধাগোবিন্দ মন্দিরে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই আসেন। তিনি একজন কৃষ্ণ ভক্ত। কয়েকদিন আগেই তিনি ৫০ বছর অতিক্রম করলেন। আর আজ তিনি নতুন দলে যোগ দিলেন। শুভেন্দু বাবু যেন ভগবানের আশীর্বাদে পরবর্তী জীবনে সফল হন সেই প্রার্থনা করতেই আজকে দেবপুরীতে এই আয়োজন।
বিজেপিতে যোগ দিতেই কার্তিক পালকে তৃণমূল থেকে বহিষ্কারের ঘোষণা জেলা সভাপতির