বন্যা পরিস্থিতি ইটাহারে, সুই ও মহানন্দার জলে প্লাবিত গ্রাম, বিচ্ছিন্ন যোগাযোগ

ইটাহার ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। মহানন্দার জলে প্লাবিত একাধিক গ্রাম, চাষের জমি, গ্রামীণ রাস্তাঘাট৷

 

Bengal Live রায়গঞ্জঃ কুলিক, নাগরের পর এবার মহানন্দার জল বাড়তে শুরু করল। ইটাহার ব্লকের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই মহানন্দার জলে প্লাবিত৷ যোগাযোগ বিচ্ছিন্ন ইটাহারের সাথে কাপাসিয়া গ্রাম পঞ্চায়েতের বহু গ্রামের।

সবচেয়ে সর্বনাশা অবস্থা এলাকার কৃষকদের। এখনও পর্যন্ত ইটাহার ব্লকের সাড়ে ১২ হাজার হেক্টর চাষের জমি জলমগ্ন। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষি ক্ষেত্রে। সুরুন ১ ও ২, গুলন্দর ১ ও ২, কাপাসিয়া, মারনাই, ইটাহার, জয়হাট অঞ্চলের অধিকাংশ ধানের জমিই জলে নীচে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে মহানন্দার জলে রাস্তাঘাট ডুবে যাওয়ায় মানাইনগর থেকে রাধানগর, কামারডাঙা, নমুনিয়া সহ একাধিক গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।

একটানা বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠেছে উত্তরের সবকটি নদী। সেচ দপ্তর সূত্রে খবর, বিপদসীমার উপর দিয়ে বইছে নাগরের জল। ইতিমধ্যেই নাগর নদী লাগোয়া একাধিক এলাকা জলমগ্ন। রায়গঞ্জ ব্লকের খাড়ি সরিয়াবাদ, মোহনা, জগদীশপুর, পাঁচভায়া, বটতলা গ্রাম জলমগ্ন। এদিকে বাহিনের কুমারজোল, কামারপাড়া, বালিরপাড়, মাকড়া, বাহিন, বিষ্ণুপুর, কুমরোল, টেগরা সহ একাধিক এলাকা নাগরের জলে প্লাবিত৷ গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকারও একাধিক গ্রাম জলের তলায়৷ চরম দুর্ভোগে দিন কাটছে ওই এলাকার বাসিন্দাদের৷

Exit mobile version