রায়গঞ্জ

মর্মান্তিক পথ দুর্ঘটনা ইটাহারে, মৃত পাঁচ

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ইটাহারে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর।

 

Bengal Live ইটাহারঃ টোটো, মোটরবাইক ও লড়ির সংঘর্ষে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই শিশুসহ ৫ জনের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার চাভোট মোড়, ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

করোনার গ্রাফ উর্ধ্বমুখী উত্তর দিনাজপুরে, দৈনিক সংক্রমণে রেকর্ড

নিমন্ত্রণ বাড়ী থেকে ফেরার পথে ইটাহারের পাম্প মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে বুধবার গভীর রাতে। দুর্ঘটনায় দুই শিশু সহ পাঁচজনের মৃত্যু ঘটে। বিকট শব্দ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। ট্রাকের সাথে মোটরবাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুসহ পাঁচজনের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম স্বপন দাস ( ৪০), পিংকি দাস ( ৩২), ইশান দাস ( ২), অনির্বান বসাক ( ১৪) এবং পঞ্চমী দাস ( ১৫) । চালক ও খালাসী সহ ঘাতক লড়িটি পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

রায়গঞ্জ পুরসভার ২২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি

Related News

Back to top button