শহীদ সম্মান যাত্রার অনুষ্ঠান শেষ হতেই পাঁচ বিজেপিকে কর্মীকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রায়গঞ্জে।
Bengal Live রায়গঞ্জঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মঞ্চ ছাড়তেই পাঁচ বিজেপি নেতা-কর্মীকে আটক করল রায়গঞ্জ পুলিশ৷ বুধবার রাতে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায়৷ কোভিড বিধি অমান্য করে অনুমতি ছাড়া মঞ্চ বেঁধে অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগে
ওই পাঁচজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে সঠিক কী কারণে ওই পাঁচজনকে আটক করা হয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে।
বিজেপির শহীদ সম্মান যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দিনই উত্তর দিনাজপুরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মালদা, দক্ষিণ দিনাজপুর জেলার কর্মসূচি শেষ করে এদিন সন্ধ্যায় কালিয়াগঞ্জে পৌঁছান তিনি। স্থানীয় বিধায়ক সৌমেন রায়, সাংসদ দেবশ্রী চৌধুরীকে সাথে নিয়ে শহীদ সম্মান যাত্রার অনুষ্ঠানে যোগ দেন নিশীথ প্রামণিক। এরপর সেখান থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কর্ণজোড়ার ছটপড়ুয়া এলাকায় একটি সভায় যোগ দেন তিনি। সেখানে রায়গঞ্জের সাংসদ, বিধায়কও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ওই সভায় বক্তব্য রেখে বেরিয়ে যেতেই পুলিশ পাঁচ বিজেপি নেতা-কর্মীকে আটক করে৷ সূত্রের খবর, কোভিড বিধি অমান্য করে জমায়েত করার অভিযোগেই মূলত আটক করা হয়েছে ওই পাঁচজনকে।
এই বিষয়ে নিশীথ প্রামণিক বলেন, রাজ্য জুড়েই বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের। নতুন কোনও ঘটনা নয়। তবে সঠিক কী কারণে ওই পাঁচজনকে আটক করল রায়গঞ্জ পুলিশ, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে। জানা গেছে, আটক পাঁচজনের মধ্যে কারোরই মুখে মাস্ক ছিল না।