ইটাহারের গোটলুতে গড়ে উঠবে আধুনিক মানের অগ্নি নির্বাপণ কেন্দ্র। হতে পারে দমকল কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রও। জানালেন ইটাহারের বিধায়ক অমল আচার্য।
Bengal Live ইটাহারঃ জেলায় তৈরি হবে আরও একটি দমকল কেন্দ্র। ইটাহারের গোটলুতে নতুন ওই অগ্নি নির্বাপণ কেন্দ্র গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জমি পেল দমকল দপ্তর। এক অনাড়ম্বর অনুষ্ঠানে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল শুক্রবার। এদিন জাতীয় সড়কের ধারে গোটলু হোমগার্ড ট্রেনিং সেন্টার চত্বরে এক একর জমি তুলে দেওয়া হল দমকলের হাতে। ইটাহার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক প্রদীপচন্দ্র রায় ওই জমির মালিকানা সংক্রান্ত নথি তুলে দেন দমকলের মালদা ডিভিশনের বিভাগীয় আধিকারিক দেবান লেপচার হাতে। উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক অমল আচার্য।
বহুদিন থেকেই ইটাহারে একটি দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি উঠছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর ইটাহারে দমকল কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে তৎপর হন স্থানীয় বিধায়ক অমল আচার্য। মুখ্যমন্ত্রী ও দমকল মন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করে ইটাহারে দমকল কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিধায়ক। এর পর সরকারের অনুমতি মিলতেই শুরু হয় জমি খোঁজার কাজ। গোটলু হোমগার্ড ট্রেনিং সেন্টার চত্বরে একটি জমি চিহ্নিত করা হয়। দমকলের উচ্চ পদস্থ কর্তারা সেই জমি পরিদর্শন করে সবুজ সঙ্কেত দেন। আজ সেই নির্ধারিত জমিই তুলে দেওয়া হল দমকলের হাতে।
বিধায়ক অমল আচার্য বলেন, “ইটাহারে একটি অগ্নি নির্বাপণ কেন্দ্রের ভীষণ প্রয়োজন রয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী ও দমকল মন্ত্রী সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করেই এখানে দমকল কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে অনুমতি দেন। আজকে এক একর এক শতক সরকারি জমি তুলে দেওয়া হল দমকল দপ্তরের হাতে। খুব শীঘ্রই এবার এই ফায়ার স্টেশন গড়ে তোলার কাজ শুরু হবে। ইটাহার ব্লকের ১২ টি অঞ্চলের মানুষের পাশাপাশি পাশের দুই জেলার হরিরামপুর, কুশমণ্ডি, চাঁচল ও গাজোল ব্লকের মানুষকেও প্রয়োজনে দমকলের পরিষেবা দেওয়া সম্ভব হবে।”
দমকল সূত্রে জানা গেছে, ইটাহারে এই অগ্নি নির্বাপণ কেন্দ্রের পাশাপাশি দমকল কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলারও প্রস্তাব পাঠানো হবে সরকারের কাছে।