রায়গঞ্জে ছেলের অন্নপ্রাশনে সবুজ পৃথিবী গড়ার ডাক পুলিশকর্মী বাবার

রায়গঞ্জে ছেলের অন্নপ্রাশনে সবুজ পৃথিবী গড়ার ডাক পুলিশকর্মী বাবার

Bengal Live রায়গঞ্জঃ ছেলের নামকরণে সবুজের আহ্বান। অন্নপ্রাশনে আমন্ত্রিতদের হাতে চারাগাছ তুলে দিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দিলেন এক পুলিশ কর্মী। রায়গঞ্জের তুলসীতলা এলাকার বাসিন্দা পেশায় কলকাতা পুলিশের কর্মী তারকনাথ পালের দাবী, বিশ্ব উষ্ণায়ণ রোখার বার্তা দিতেই আমন্ত্রিতদের হাতে চারাগাছ বিলি করা হয়েছে।

বুধবার ছিল তারক নাথ পাল ও চম্পা পালের পুত্র সন্তান শিবাংশু পালের অন্নপ্রাশনের প্রীতিভোজ। সেখানেই আমন্ত্রিতদের হাতে চারাগাছ তুলে দেন পাল দম্পতি। তারক বাবুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমন্ত্রিতদের সকলেই। সমস্ত অতিথিদের কাছে তারক বাবুর আবেদন, একটি করে গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করুন। এটাই হবে আমার ছেলের জন্য সেরা আশীর্বাদ।

Exit mobile version