রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নামে ভুয়ো মেল আইডি, সাইবার থানায় অভিযোগ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়ো মেইল। অধ্যাপকদের থেকে মেইল করে টাকা চাওয়ার অভিযোগ।

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়ো ইমেইল আইডি। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছে টাকা ও গিফট কার্ড চেয়ে মেইল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য অধ্যাপক মহলে। বিষয়টি নজরে আসতেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সচেতন করতে একটি নোটিশ জারি করা হয়েছে৷ পুরো বিষয়টি জানানো হয়েছে রায়গঞ্জ জেলা পুলিশ সুপারকেও। উপাচার্যের নামে ভুয়ো ইমেইল আইডি তৈরি করে কে বা কারা এই কাজের সাথে যুক্ত তা জানতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ।

জানা গেছে, বিগত দুইদিন থেকে বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকের কাছে উপাচার্য অনিল ভুঁইমালীর নামে একটি মেইল আইডি থেকে ইমেইল পাঠানো হয়৷ সেখানে টাকা, গিফট কার্ড ইত্যাদি দাবি করা হয়। বিষয়টি নজরে আসতেই অধ্যাপকেরা তা উপাচার্যের নজরে আনেন।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, প্রায় ১৫ জন অধ্যাপকের কাছে টাকা ও গিফট কার্ড চেয়ে মেইল পাঠানো হয়েছে। আমরা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশ সুপারকেও জানিয়েছি৷ তিনি নিজেই বিষয়টি তৎপরতার সাথে তদন্ত করছেন৷ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারদের কাছেও বিষয়টি সচেতনতার জন্য জানানো হয়েছে।

Exit mobile version