প্রয়াত কালিয়াগঞ্জের প্রাক্তন পুরপতি অরুন দে সরকার
Bengal Live রায়গঞ্জঃ প্রয়াত কালিয়াগঞ্জ পুরসভার প্রাক্তন পুরপতি অরুন দে সরকার। প্রিয়রঞ্জন দাসমুন্সির ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা দীর্ঘদিন থেকেই সুগার সহ একাধিক রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য কলকাতা থেকে বিমানে চেন্নাই নিয়ে যাওয়ার সময়ই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে কংগ্রেস সূত্রে জানা গেছে। জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ বলেন, হার্টের অসুখ ও সুগারে আক্রান্ত ছিলেন প্রাক্তন পুরপতি অরুনবাবু। চেন্নাই নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ কলকাতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রাক্তন পুরপ্রধানের প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে কালিয়াগঞ্জের সাধারণ মানুষের মধ্যে। শোকগ্রস্ত জেলা কংগ্রেস নেতৃত্ব। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিধায়ক প্রমথনাথ রায়ের পর অরুন দে সরকারের মতো নেতার মৃত্যুতে দলের ভীষণ ক্ষতি হল বলে মনে করছেন জেলা কংগ্রেস নেতারা।