দক্ষিণবঙ্গের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে রায়গঞ্জ থেকে রওনা দিল ৩৫ জন দক্ষ বিদ্যুৎ কর্মীর একটি দল। উত্তর ২৪ পরগণার বারাসতে বিদ্যুৎ পরিষেবা সচল করতে কাজ করবে এই দলটি৷
Bengal Live রায়গঞ্জঃ আমফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে রায়গঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিল বিদ্যুৎ বিভাগের ৩৫ জন দক্ষ কর্মী। বিদ্যুৎ বিভাগের রায়গঞ্জ ডিভিশন থেকে রবিবার সকালে বিশেষ বাসে ৩৫ জনের দলটি উত্তর ২৪ পরগণা জেলার বারাসতের উদ্দেশ্যে রওনা দেয়৷ এর আগে আমফান মোকাবিলায় রায়গঞ্জ থেকে ২০ জন দক্ষ কর্মীকে বনগাঁতে পাঠানো হয়েছিল।
বিদ্যুৎ বিলি বন্টন বিভাগের রায়গঞ্জ রিজিওনাল ম্যানেজার সুকান্ত মন্ডল বলেন, আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে উত্তর ২৪ পরগণার বনগাঁতে এর আগে ২০ জন দক্ষ কর্মীকে পাঠানো হয়েছিল৷ এদিন বারাসতে বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে আরও ৩৫ জন দক্ষ কর্মীকে পাঠানো হলো৷ প্রত্যেকেই আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় অন্যান্য বিদ্যুৎ বিভাগের কর্মীদের সাথে সামঞ্জস্য রেখে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।
আমফানের তান্ডবে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায় হাজার হাজার গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গের বহু এলাকা এখনও বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে। রায়গঞ্জ বিদ্যুৎ দপ্তরের দক্ষ কর্মী প্রকাশ সরকার বলেন, করোনা আবহে একটু ভয় লাগলেও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে আমাদের কাজ করতেই হবে৷