রায়গঞ্জ
ইস্কন মন্দিরের আদলে মন্ডপ প্রস্তুত করছে সুদর্শনপুর
ইস্কন মন্দিরের আদলে মন্ডপ প্রস্তুত করছে সুদর্শনপুর
Bengal Live রায়গঞ্জঃ ইস্কন মন্দিরের আদলে মন্ডপ প্রস্তুত করছে রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এই পূজা এবার ৭০ তম বছরে পদার্পণ করল। পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে বাঁশ, কাঠ,প্লাইউড ও জরি। চন্দননগরের আলোকসজ্জ্বায় তুলে ধরা হবে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া নানান ঘটনাবলী। বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ রোধ ও স্বাক্ষরতা নিয়ে সচেতনতামূলক প্রচার করা হবে বলে পূজা উদ্যোক্তারা জানিয়েছেন।