দুই মাদক কারবারি গ্রেপ্তার রায়গঞ্জে

মাদক বিরোধী অভিযানে আবারও সাফল্য রায়গঞ্জ থানার পুলিশের৷ গ্রেপ্তার দুই কারবারি।
Bengal Live রায়গঞ্জঃ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার ঘুঘুডাঙা এলাকায় হানা দিয়ে প্রায় ১০০ গ্রাম ব্রাউন সুগার সমেত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ৷
বেশ কিছুদিন থেকেই ব্রাউন সুগার সহ একাধিক নিষিদ্ধ মাদক কারবারের রমরমা চলছে উত্তর দিনাজপুর জেলায়। রায়গঞ্জ ও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এই মাদক কারবার রুখতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছেন৷ এরপরেও ভিন জেলা, ভিনরাজ্য থেকে ব্রাউন সুগার সহ অন্যান্য মাদক চোরা পথে পৌঁছচ্ছে শহরে৷ যার কুপ্রভাব পড়ছে যুব সমাজের মধ্যে।
রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ঘুঘুডাঙা এলাকায় হানা দিয়ে রুহুল আমিন ও মিস্টার জিন্নাহ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ একটি মোটর বাইক ও ৯১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ধৃত দুইজনের হেফাজত থেকে।