রায়গঞ্জ
নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার তিন রায়গঞ্জে
নিষিদ্ধ মাদক সহ রায়গঞ্জে গ্রেপ্তার তিন যুবক। মাদক কারবার রুখতে রায়গঞ্জ থানার পুলিশের লাগাতার তল্লাশিতে এই সাফল্য মিলেছে বলে দাবি পুলিশের।
Bengal Live রায়গঞ্জঃ মাদক কারবার রুখতে রায়গঞ্জ থানার পুলিশের লাগাতার তল্লাশি। নিষিদ্ধ মাদক সহ তিন যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। রবিবার কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ মাদক সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন জনের বাড়ি রায়গঞ্জের উদয়পুর, এফসিআই মোড় ও অশোকপল্লী এলাকায়। প্রায় ৫১ গ্রাম সন্দেহজনক ব্রাউন সুগার ও একটি মাদকদ্রব্য ওজন করার যন্ত্র উদ্ধার হয়েছে ওই তিনজনের কাছ থেকে। একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে বলে রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে।