রায়গঞ্জ

পরিকাঠামো খতিয়ে দেখতে রায়গঞ্জ রেল স্টেশন পরিদর্শন করলেন ডিআরঅএম।

এদিন রেল আধিকারিকের সাথে রায়গঞ্জের বিধায়ক সহ ব্যবসায়ী সংগঠনের সদস্যরাও পরিকাঠামো পরিদর্শন করেন৷

Bengal Live রায়গঞ্জঃ রেল স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখতে রায়গঞ্জে এলেন ডিআরএম। শুক্রবার ট্রেনে বারসই থেকে রায়গঞ্জে এসে পৌঁছান কাটিহার ডিভিশনের ডিআরএম। এদিন রেলের উচ্চপদস্থ আধিকারিকের সাথে স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, ব্যবসায়ী সংগঠনের সদস্যরা সহ অন্যান্যরা৷ মূলত রেক পয়েন্টের স্থান নির্বাচন সহ স্টেশনের অন্যান্য সমস্যা, অভাব অভিযোগ নিয়েই এদিন পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখেন ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী।

পরিদর্শন শেষ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী বলেন, রেক পয়েন্টের জন্য জায়গা নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে এদিন৷ রায়গঞ্জের বদলে বাঙালবাড়ি রেল স্টেশনে রেক পয়েন্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে৷ পাশাপাশি রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের জন্য দমদম স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। বিধায়ক বলেন, দমদমে বিমান বন্দর রয়েছে৷ মেট্রো কানেকশনও রয়েছে। এদিকে চিৎপুর স্টেশন থেকে যোগাযোগ ব্যবস্থার তেমন কোনও মাধ্যম নেই। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে দমদমে ট্রেনের স্টপেজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এদিকে ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী বলেন, আমরা আজ রেল স্টেশনের বিভিন্ন রকমের পরিকাঠামো খতিয়ে দেখেছি। বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সব বিষয় গুলি নথিবদ্ধ করা হয়েছে। মুখ্য কার্যালয়ে সবটা জানানো হবে।

Related News

Back to top button