রায়গঞ্জ

এবার পুজোয় অনলাইন শপিং ?  তাহলে রায়গঞ্জের সমীক দত্তর অভিজ্ঞতা একবার জেনে নিন

এবার পুজোয় অনলাইন শপিং ? তাহলে রায়গঞ্জের সমীক দত্তর অভিজ্ঞতা একবার জেনে নিন

Bengal Live রায়গঞ্জঃ হাতে মাত্র আর ক’দিন, তারপরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে সকলে। তাই এখন তোড়জোড় চলছে নিজেকে নতুন পোষাকে সাজিয়ে তোলার। সেই কারণে অনলাইন ও অফলাইন দুই ভাবেই নতুন জামা, জুতো কেনার হিড়িক পড়েছে মানুষের মধ্যে।

এরই মাঝে অনলাইনে শপিং করতে গিয়ে বিপাকে পড়লেন রায়গঞ্জের এক বাসিন্দা৷ কয়েকদিন আগে বহুজাতিক সংস্থার অনলাইন পোর্টাল থেকে একটি দামী জুতার অর্ডার দিয়েছিলেন দেবীনগরের বাসিন্দা সমীক দত্ত। বৃহস্পতিবার দিন মিলেছে সেই অর্ডারের ডেলিভারি।

এরপরেই ঘটে বিপত্তি। প্যাকেট খুলতেই জুতার বদলে মেলে চুড়িদার। যা দেখে রীতিমতন চমকে ওঠেন সমীক বাবু। এই বিষয়ে সমীক দত্তকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, গত পাঁচ-ছয় দিন আগে নামী কোম্পানির জুতা একটি নামী ই কর্মাস অনলাইন পোর্টালে অর্ডার দিয়েছিলাম। বৃহস্পতিবার দিন মিলেছে সেই ডেলিভারি। কিন্তু প্যাকেট খুলতেই জুতার বদলে চুড়িদার ডেলিভারি দেওয়া হয়েছে দেখি।

সাথে সাথেই কোম্পানির সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে অভিযোগ জানাই৷ এই ঘটনা জানাজানি হতেই অনলাইনে শপিং করার ক্ষেত্রে আগ্রহীদের মধ্যে অবিশ্বাস দানা বেঁধেছে৷

Related News

Back to top button